মাইলস্টোন ট্র্যাজেডিতে শাহিন আফ্রিদির শোক প্রকাশ

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এমন হৃদয়বিদারক ঘটনার পর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু তাই নয়, পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিও এমন ঘটনার পর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন পাকিস্তান দল অবস্থান করছে ঢাকায়। তবে পাকিস্তানের এই দলে নেই শাহিন শাহ আফ্রিদিসহ আরও বেশকিছু সিনিয়র ক্রিকেটার। তবে বাংলাদেশের এমন মর্মান্তিক ঘটনার পর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাহিন লিখেছেন, ‘হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি কামনা করছি।'

এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি এই ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস লিখেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই- হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’


আমার বার্তা/এল/এমই