পাঁচ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ: টাইমস অব ইন্ডিয়া
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আসরের সবগুলো ম্যাচ। ফাইনাল হবে ২১শে সেপ্টেম্বর। এমন খবরে সয়লাব ভারতীয় গণমাধ্যম। 'টাইমস অব ইন্ডিয়া'র দাবি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ।
এশিয়ার ক্রিকেট আবহাওয়া অশান্ত। বেশ অনেকদিন ধরেই এ অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ভোগাচ্ছে ক্রিকেটকে। বাংলাদেশের গণঅভ্যুথানে সরকার বদল, ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ঘটে যায় পেহেলগাম অ্যাটাক। বাংলাদেশের পর পাকিস্তানের সঙ্গেও সম্পর্কের অবনতি হয় ভারতের। যা শেষ পর্যন্ত গড়ায় রক্তক্ষয়ী যুদ্ধে।
পাল্টাপাল্টি আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিলো দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। পরে, সিজফায়ারে একমত হলে আবারও মাঠে গড়ায় আইপিএল এবং পিএসএল। কিন্তু ততক্ষণে নিরাপত্তা ইস্যুতে দুই দেশ থেকেই চলে গিয়েছিলেন বিদেশি ক্রিকেটাররা। পরে অনেকে ফিরলেও আগের আবেদন আর খুঁজে পাওয়া যায়নি সেখানে।
এরপর থেকেই দু'দেশের মধ্যে চলতে থাকে শীতল-যুদ্ধ। সাবেক ক্রিকেটার থেকে কূটনীতিক, সবার চোখের বিষ হয়ে উঠে ক্রিকেট। দ্বিপাক্ষিক সফর তো দূরে থাক, আইসিসি এবং এসিসির ইভেন্টেও পরষ্পরের সঙ্গে না খেলার আলোচনা চলতে থাকে নেটিজেনদের মাঝে। এর মাঝে সরাসরি কোনো বোর্ড যুক্ত না হলেও, তাদের মধ্যে মনোভাব ছিলো একইরকম।
আর এ কারণেই এ বছরের এশিয়া কাপ আয়োজন নিয়ে দেখা দেয় শঙ্কা। পরে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং পিসিবি আর এসিসির চেয়ারম্যান মহসিন নাকভীর হস্তক্ষেপে ধীরে ধীরে গলতে শুরু করে বরফ। সময়ের সঙ্গে এখন অবস্থা অনেকটাই স্বাভাবিক। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মতো অবস্থা না হলেও, বৈশ্বিক ইভেন্ট নিয়ে আগের সেই পিছুটান নেই কোনো পক্ষেরই।
ভারতীয় গণমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'র খবর, এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে। স্পন্সরদের দিকটা হিসেব করে সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হতে পারে এশিয়া কাপ। আর সেক্ষেত্রে ফাইনাল হবে ২১শে সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও, ম্যাচগুলো হবে আরব আমিরাতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই হতে পারে একমাত্র ভেন্যূ। যেখানে ৭ সেপ্টেম্বর আয়োজন করা হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এখন পর্যন্ত যা হিসেব তা'তে এবারের আসর হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ছাড়াও আসরে অংশ নেবে আরব আমিরাত। ইতোমধ্যে সব বোর্ডকে তাদের নিজ নিজ সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে অনুরোধ করেছে এসিসি।
তবে, 'ইন্ডিয়া টুডে'র দাবি এখনও চূড়ান্ত হয়নি কিছুই। এসিসির স্পন্সরদের কাছ থেকে একটা চিঠি এসেছে বিসিসিআই বরাবর। যেখানে দ্রুততম সময়ের মধ্যে সূচি প্রকাশের অনুরোধ করেছেন তারা।
আমার বার্তা/এল/এমই