এমবাপ্পের অভিষেক ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে এমবাপ্পেকে ছাড়াই নকআউট পর্ব নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে বহু প্রতীক্ষিত অভিষেকে মাঠে নামলেন ফরাসি তারকা। যদিও গোলের দেখা পাননি তিনি, তবে তার দল ১-০ গোলে জিতে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। ম্যাচের একমাত্র গোলটি করেন গনসালো গার্সিয়া।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই কিছু আক্রমণ চালায় জুভেন্টাস। ম্যাচের সপ্তম মিনিটে রিয়ালের ডিফেন্স ভেদ করে জুভেন্টাসের কেনান ইলদিজের পাস ধরে স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানির চিপ অল্পের জন্য থিবো কোর্তোয়ার ক্রসবারের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর ইদলিজের দূরপাল্লার শট গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধে রিয়ালের আক্রমণভাগ দারুণভাবে চাপে রাখলেও, গোলরক্ষক মিচেল ডি গ্রেগরিও ছিলেন অসাধারণ। তিনি একের পর এক শট ঠেকিয়ে দেন জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভের্দের। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও দৃঢ়তা দেখান ইতালিয়ান কিপার।
তবে ৫৪ মিনিটে তার কৌশলের ভাঙন ধরান ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। তার নিখুঁত ক্রসে হেড করে গার্সিয়া করেন ম্যাচের একমাত্র ও নিজের টুর্নামেন্টের তৃতীয় গোল। এরপরও ভালভের্দের বাইসাইকেল কিকসহ বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন গ্রেগরিও, তবে আক্রমণভাগে জুভেন্টাসের ব্যর্থতায় আর সমতায় ফেরা হয়নি।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে বরুসিয়া ডর্টমুন্ড অথবা মেক্সিকোর ক্লাব মন্টেরি।
আমার বার্তা/জেএইচ