ই-পেপার রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ২১:৫১
আপডেট  : ১২ জুন ২০২৫, ২১:৫৩
নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হলেন মিরাজ

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে ওয়ানডের দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে পূর্ণকালীন নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করবেন নতুন অধিনায়ক মিরাজ।

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের পথে হাঁটলো। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন লিটন কুমার দাস।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘বোর্ড মনে করে, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, নিজে লড়াই করে দলকে অনুপ্রাণিত করার দারুণ ক্ষমতা রয়েছে তার। সে সঙ্গে মাঠে ও মাঠের বাইরে উদ্যমী উপস্থিতি তাকে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব দিতে একজন আদর্শ প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। আমরা বিশ্বাস করি যে, এই ফরম্যাটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মানসিকতা এবং পরিপক্কতা রয়েছে।’

ফাহিম আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে শান্ত যে ইতিবাচ মনোভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করেছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানানোর সুযোগ নিতে চাই। দলে যে লিডারশিপ গ্রুপ রয়েছে, শান্ত তাদের একজন হিসেবেই থাকবেন এবং আমরা জানি তার ব্যাটিং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

মেহেদী হাসান মিরাজ এখনও পর্যন্ত ১০৫টি ওয়ানডেতে ১৬১৭ রান এবং ১১০টি উইকেট নিয়ে নিয়েছেন। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি। যা বর্তমান যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ।

নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের একটি অভিজাত ক্লাবে যুক্ত হলেন মিরাজ। যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের মত ক্রিকেটার। যাদের নামের পাশে ওয়ানডেতে অন্তত ১০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, ‘বোর্ড কর্তৃক এ দায়িত্ব অর্পণ করা আমার জন্য একটি বিশাল সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের জন্য একটি স্বপ্ন এবং বোর্ড আমার প্রতি যে আস্থা দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলটির প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমাদের দলে দারুণ প্রতিভা রয়েছে। যারা নির্ভীক ক্রিকেট খেলে থাকেন। আমি চাই আমরা আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করবো, বাধা ছাড়াই খেলবো এবং দেশের জন্য আমাদের সেরাটা দিয়ে যাবো।’

আমার বার্তা/এমই

দুর্দান্ত মেসির উড়ন্ত ফর্ম, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল

বয়সের অঙ্কটা ৩৮ পেরিয়েছে কিছুদিন আগে, তার কোনো ছাপই যেন রাখতে চাচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

একেবারে একপেশে এক ফাইনালে ইতিহাস গড়ে প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের তারকা ইগা

আড়াই ঘণ্টার সভায় কোচ-ম্যাচ কোনো সিদ্ধান্তই হয়নি

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্টের জন্য ভারত প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশ এখনো কোচই

২০ নম্বর জার্সিকে অবসরে পাঠাল লিভারপুল

দিয়োগো জোটার জার্সি যে অবসরে পাঠানো হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিল লিভারপুল। গাড়ি দুর্ঘটনায় প্রাণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

টানা বৃষ্টিতে মাঠে পানি জমে পচে যাচ্ছে মরিচ গাছ

বিমানবন্দরে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে: জাতীয় পার্টি

চট্টগ্রামে আন্দোলনে হামলা, সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

মৌলভীবাজারে এনসিপির জেলা সমন্বয় কমিটি ঘোষণা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে হবে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট

ভূমি উন্নয়ন কর আদায়ে এসিল্যান্ডদের আরও উদ্যোগী হতে বললেন উপদেষ্টা

রাশিয়ার গৃহীত সব পদক্ষেপকে ‘নিঃশর্ত সমর্থন’ করতে প্রস্তুত কিম জং উন

জাহাজের সবাই মুসলিম: হুথির হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নাবিকদের

শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

চলতি সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

পদত্যাগ করতে পারেন এফবিআইর প্রধান কাশ প্যাটেল: রিপোর্ট

পিএসসি সংস্কার দাবিতে চাকরি প্রত্যাশীদের ১১ দফা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

এশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: ‘কার্ডিনাল’ হলো নতুন বছরের রঙ

এনবিআরের দুই বিভাগে সচিব নিয়োগে হবে নতুন নীতিমালা: জ্বালানি উপদেষ্টা

বিতর্কিত ৩ নির্বাচন তদন্তে যেসব বিষয়ে সতর্ক করলেন বিশ্লেষকরা

যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা

আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে