দ্বিতীয় ধাপে পাকিস্তানে পৌঁছালেন আরও ৪ ক্রিকেটার

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

 নিরাপত্তা ইস্যু এবং কুটনৈতিক জটিলতার কারণে কয়েক ধাপে বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তানে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল আগেই।

গতকাল (২৫ মে) দশ জনের বড় বহরটি প্রথম দেশটিতে পৌঁছায়। আজ (২৬ মে) দ্বিতীয় ধাপে পাকিস্তানে গিয়ে পৌঁছান চার ক্রিকেটার।

এছাড়া মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে ডাক পাওয়া খালেদ আহমেদও ইতোমধ্যে দেশ ছেড়েছেন। দ্বিতীয় ধাপে পাকিস্তানে পৌঁছেছেন তানজিদ তামিম, শামীম পাটোয়ারী, জাকের আলী ও শেখ মেহেদী।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে সূচি বদল এবং নানামুখী নতুন সিদ্ধান্ত ইতিহাস তৈরি করেছে৷ যুদ্ধ-পরিস্থিতি এবং ক্রিকেটারদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে ২ বার পরিবর্তন করা হয়েছে এই সিরিজের সূচি। অবশেষে সেই সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে ২৮ মে থেকে।

পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি ছিল এই সিরিজের আগে সবচেয়ে আলোচিত ইস্যু৷ ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে একসময় সিরিজ মাঠে গড়ানো নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরে পাকিস্তান নিরাপত্তার আশ্বাস দিয়ে পরিবর্তিত সূচি পাঠালে যেতে রাজ হয় বাংলাদেশ দল। তবে একজন নিজেকে সরিয়ে নিয়েছেন। পিএসএল খেলতে গিয়ে যুদ্ধের ভয়াবহতা দেখার পর আবার সেখানে যেতে আপত্তি জানিয়েছেন নাহিদ রানা। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বোর্ডও।

 

আমার বার্তা/এল/এমই