বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার, চোট কাটিয়ে ফিরলেন মেসি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১১:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দলে ফিরছেন, এমনটাই নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
৩৭ বছর বয়সী ইন্টার মিয়ামি ফরোয়ার্ড মার্চ মাসে কুঁচকির চোটের কারণে ছিটকে পড়েছিলেন। তবে তাকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে আর্জেন্টিনা।
আগামী ৫ জুন আর্জেন্টিনা সফরে যাবে চিলির বিপক্ষে ম্যাচ খেলতে, এরপর ১০ জুন নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসে ছয় নম্বরে থাকা কলম্বিয়ার মুখোমুখি হবে।
মেসি এরপর যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন, যেখানে ১৪ জুন ইন্টার মিয়ামি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামবে।
অন্যদিকে, দীর্ঘদিন বাদে দলে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। কৌশলগত কারণে তাকে গত ম্যাচগুলোতে রাখা হয়নি। এবার তাকে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকবেন না ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস। তিনজনই নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকবেন, যদিও তারা ২৮ সদস্যের দলে আছেন।
চোটের কারণে বাদ পড়েছেন পাওলো দিবালা ও গনসালো মনতিয়েল। এছাড়া কোচ স্কালোনি বাদ দিয়েছেন ডিফেন্ডার মার্কোস আকুনা ও জার্মান পেজ্জেলাকেও।
আমার বার্তা/জেএইচ