পাকিস্তানের সাদা বলের নতুন কোচ মাইক হেসন
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শেষ ২ বছরে পাকিস্তান ক্রিকেটে যেমন দলটার কোচ ছিলেন ৫ জন! এবার ষষ্ঠ জনের দেখাও পাকিস্তান পেয়ে গেল। বিষয়টার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। মাইক হেসন হচ্ছেন পাকিস্তান জাতীয় দলের সাদা বল (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটের নতুন প্রধান কোচ।
নাকভি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মাইক হেসন পাকিস্তান দলের নতুন প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন।’ হেসন ২৬ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি মূলত সাদা বলের ফরম্যাটের জন্য দলের সঙ্গে থাকবেন।
মাইক হেসন মূলত নিউ জিল্যান্ড দলের কোচ হিসেবে তার সফলতার জন্য পরিচিত। তার অভিজ্ঞতা পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে বড় অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে নিউজিল্যান্ড এবং কেনিয়া জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন হেসন। বর্তমানে তিনি পিএসএলের শিরোপাধারী দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
হেসনের নিয়োগটি এসেছে এপ্রিল মাসে পাকিস্তান দলের নিউ জিল্যান্ড সফরের পর এই পদটি শূন্য হওয়ার পর। বোর্ড বিভিন্ন প্রার্থীকে মূল্যায়ন করে শেষ পর্যন্ত হেসনকে চূড়ান্ত করে। পিসিবি মনে করছে, অভিজ্ঞ এই কোচের অধীনে পাকিস্তানের সাদা বল ক্রিকেটে একটি নতুন যুগ শুরু হতে যাচ্ছে।
হেসন শেষ দুই বছরে পাকিস্তানের ষষ্ঠ কোচ হবেন। ২০২৩ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৫ জন কোচের অধীনে বিভিন্ন ফরম্যাটে খেলেছে দলটা। ২০২৩-২৪ মৌসুমে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে মোহাম্মদ হাফিজ, গেল বছর আজহার মেহমুদের অধীনে খেলার পর জেসন গিলেস্পিকে টেস্ট আর সাদা বলের জন্য গ্যারি কারস্টেনকে কোচ করে আনে পাকিস্তান। তবে তারা তাদের দায়িত্বে খুব বেশি দিন টিকতে পারেননি। এরপর আকিব জাভেদ আসেন অন্তর্বর্তীকালীন কোচ হয়ে।
হেসন আসার ফলে তিনিও দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে তাকে অন্য দায়িত্ব দিচ্ছে পিসিবি। চেয়ারম্যান নাকভি আরও জানান, হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেসার আকিব। তিনি বলেন, ‘এই পদটি খালি ছিল। আমরা অনেক আবেদন পেয়েছিলাম এবং যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আমার বার্তা/এল/এমই