তোমার চোখের জল কেউ দেখেনি: কোহলির অবসরে আনুশকা
প্রকাশ : ১২ মে ২০২৫, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইংল্যান্ড সফরের ঠিক এক মাস আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
সোমবার (১১ মে) ইনস্টাগ্রামে দীর্ঘ একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের বিদায়বার্তা শেয়ার করেন তিনি। আর সেই বিদায়ী বার্তার জবাবে স্বামী বিরাট কোহলির উদ্দেশে একটি হৃদয়ছোঁয়া চিঠি পোস্ট করলেন আনুশকা শর্মা।
সোমবার ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে একটি ছবি শেয়ার করেন আনুশকা— যেখানে দু’জনে একসঙ্গে টেস্ট পিচের ওপর দিয়ে হাঁটছেন, হাসছেন।
ক্যাপশনে বিরাটপত্নী লিখেছেন, “মানুষ তোমার রেকর্ড আর মাইলস্টোনের গল্প করবে, কিন্তু আমি মনে রাখব চোখের জল যা তুমি কখনও কাউকে দেখাওনি, সেই লড়াই যা কেউ দেখেনি— আর ক্রিকেটের এই ফরম্যাটের প্রতি তোমার নিঃশর্ত ভালবাসা। আমি জানি, এই সফর তোমার থেকে কত কিছু কেড়ে নিয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পর তুমি একটু করে আরও পরিণত হয়েছ, আরও নম্র হয়েছ— আর তোমার এই যাত্রাটা দেখা আমার কাছে এক বিরল সৌভাগ্য।”
তিনি আরও লেখেন, “আমার মন সবসময়ই ভেবেছে তুমি হয়তো একদিন সাদা জার্সি পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। কিন্তু তুমি তো চিরকাল নিজের মনকে অনুসরণ করেছো। তাই শুধু এটুকুই বলব— এই বিদায়, এ ধরনের বিদায়-অভিবাদন তোমার একশো ভাগ প্রাপ্য ছিল।”
স্ত্রীর এই আবেগঘন পোস্টের কমেন্টে তিনটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বিরাট কোহলি।
এদিন ইনস্টাগ্রামে এক আবেগঘন চিঠিতে নিজের অবসরের কথা জানিয়ে বিরাট লেখেন, “আজ টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পূর্ণ হল। তখন ভাবতেও পারিনি, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। এই পথ আমাকে পরখ করেছে, গড়েছে, আর এমন শিক্ষা দিয়েছে যা আজীবন সঙ্গে থাকবে। সাদা জার্সিতে একটা অন্যরকম আত্মিক টান থাকে...আমি আমার সবকিছু দিয়েছি, আর বিনিময়ে যা পেয়েছি, তা কল্পনার থেকেও বেশি। নম্বর ২৬৯, সাইনিং অফ।”
আমার বার্তা/এমই