বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সহজ কাজ না: সালাউদ্দিন

প্রকাশ : ১১ মে ২০২৫, ১৭:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে ৭টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। চলতি মাসেই বাংলাদেশের দুটি সিরিজ খেলার কথা রয়েছে। আর এই দুই সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণাও করেছে বিসিবি।

স্কোয়াডে সুযোগ হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আজ (রোববার) মিরপুরে দলীয় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে মিরাজের না থাকা নিয়ে কথা বলেছেন তিনি।

সালাউদ্দিন বলেন, 'মিরাজ বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার। সে যদি খেলতে পারত আমাদের জন্য ভালো হতো। সে বিপিএলে ভালো পারফর্ম করেছে। কিছু কিছু কম্বিনেশনের কারণে কিন্তু সেরা খেলোয়াড়কে আপনার বাইরে রাখতে হচ্ছে।'

পরে লিটন দাসকে নিয়ে বলতে গিয়ে সাকিবের উদাহরণও টানেন সালাউদ্দিন, 'লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি কথা কম বলে আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।'

সালাউদ্দিন মন্তব্য করেন বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ না, 'এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।'


আমার বার্তা/এল/এমই