র্যাঙ্কিংয়ে বেহাল দশা, সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ ক্রিকেটে পালাবদলের হাওয়া বইছে। বিগত দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে বয়ে নেয়া মুখগুলো একে একে হাঁটছেন অবসরের পথে। ২০২৫ সালেই অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এদের মধ্যে মুশফিক এখন কেবল টেস্টই খেলছেন। আর সাকিব আল হাসান পরিবর্তিত বাংলাদেশে খেলার সুযোগ আদতেই পাবেন কি না– তা নিয়ে আছে প্রশ্ন।
এমন পালাবদলের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্সেও। ক্রমাগত বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ। গতকাল আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গিয়েছে টাইগাররা। আর এটাই বাড়িয়ে দিয়েছে অন্য এক শঙ্কা।
২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি অংশগ্রহণ নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন। ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে (দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া)। তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে ৯ম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে।
বাংলাদেশ সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে ১০ম স্থানে। আবার ধীরে ধীরে কমে আসছে ওয়ানডে সংখ্যাও। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনেকটা সময়ই ওয়ানডে থেকে দূরে থাকতে পারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরইমাঝে ওয়ানডে বাদ দিয়ে তার বদলে কেবলমাত্র টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনায় এনে।
যদিও আইসিসির এফটিপি বলছে, ২০২৭ সালের মার্চের আগে পর্যন্ত ২৯ ওয়ানডে খেলার সুযোগ পাবে ফিল সিমন্স শিষ্যরা। এর মাঝে ৮ ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। বাকি ২১ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ বিবেচনায় সিরিজগুলো বাংলাদেশের জন্য খুব একটা সহজ হচ্ছে না– তা সহজেই অনুমেয়।
দুর্বিপাকে ঘুরতে থাকা বাংলাদেশ এসব সিরিজে নিজেদের মেলে ধরতে না পারলে বেশ বড় রকমের বিপদই অপেক্ষা করছে। আশানুরূপ ফল না এলে খেলতে হতে পারে বিশ্বকাপের বাছাইপর্ব।
র্যাঙ্কিংয়ে আরও অবনতি বাংলাদেশ দলেরউল্লেখ্য, ২০২৭ সালে আফ্রিকা মহাদেশে বসবে বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বিশ্বকাপ। সবমিলিয়ে ১৪ দল অংশ নেবে বৈশ্বিক এই আসরে।
আমার বার্তা/এমই