ডিপিএল

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় আবাহনীর

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নাহ! এবারও পারলো না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দারুণ সুযোগ পেয়েও টানা ১৫ বছরের শিরোপা খরা কাটাতে পারলো না সাদা-কালো দলটি।

সেই ২০০৯ সালে মিরপুর শেরে বাংলায় খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবার শিরোপা পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ ছিল সাদা-কালোদের সামনে। অলিখিত লিগ ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারাতে পারলেই এবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতো মোহামেডান।

কিন্তু তা আর হলো না। আজ মঙ্গলবার শেরে বাংলায় মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে লিগ ট্রফি নিজের ঘরেই রাখলো আবাহনী।

অলিখিত ফাইনালে জিততে আবাহনীর দরকার ছিল ২৪১ রান। ৭৭ রানে ৩ আর ১০৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৬১ বলে ৭২ নট আউট) ও পরিণত পারফরমার মোহাম্মদ মিঠুন (৭৮ বলে ৬৫ নট আউট) শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন।

তারা পঞ্চম উইকেটে ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে আর উইকেট হারায়নি আবাহনী। ৬১ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় আকাশি হলুদরা।

এ জয়েই আগেরবারের মতো এবারও ঢাকার ক্লাব ক্রিকেটের শিরোপা উঠলো ধানমন্ডির আকাশি-হলুদ ক্লাব ভবনে।

ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনীর সাফল্য আকাশছোঁয়া। সর্বাধিক লিগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব তাদের ছিল আগে থেকেই। এবারের লিগ ট্রফি জিতে আবাহনীর সাফল্যের ডানায় যুক্ত হলো আরও একটি পালক।

লিস্ট ‘এ’ ক্রিকেট- ঢাকা প্রিমিয়ার লিগ আর এক সময়ের সিনিয়র ডিভিশনসহ ঢাকার ক্লাব ক্রিকেটে স্বাধীনতার পর সর্বাধিক ২৪ বারের চ্যাম্পিয়ন হলো আবাহনী। দ্বিতীয় সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন হয়ে এবারও তুষ্ট থাকতে হলো মোহামেডানকে।


আমার বার্তা/এমই