তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াই। দলে একাধিক পরিবর্তন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যটা পাশে পাওয়া হলো না বাংলাদেশ অধিনায়কের। সিরিজের শেষ টেস্টে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন জিতেছেন টস। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
সিরিজ বাঁচানোর এই টেস্টে পরিবর্তন আসবে সেটা অনুমিতই ছিল। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে টেস্ট দলে উড়িয়ে আনা হয়েছিল ফর্মে থাকা এনামুল হক বিজয়কে। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে অবশেষে জায়গা করেই নিলেন অভিজ্ঞ এই ব্যাটার। সেইসঙ্গে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ সাকিবের জায়গা হলো টেস্ট দলেও। আর দলে স্পিন বিভাগে এসেছেন নাইম হাসান।
আমার বার্তা/জেএইচ