পারভেজ ইমন এবার গড়লেন দ্রুততম ফিফটির রেকর্ড
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা আনলাইন

ঈদের ছুটি শেষে রোববার,ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে গড়িয়েছে ক্রিকেটের নবম রাউন্ড (ডিপিএল) । বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিং তোপে পড়ে শাইনপুকুর দল। মিনহাজুল আবেদিন দলের হয়ে করেন সর্বোচ্চ ৩৮ রান। পরবর্তীতে ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। মোসাদ্দেক শিকার করেন ৪ উইকেট, এ ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন রাকিবুল হাসান এবং রিপন মন্ডল। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিং তোপে পড়ে শাইনপুকুর দল। মিনহাজুল আবেদিন দলের হয়ে করেন সর্বোচ্চ ৩৮ রান। পরবর্তীতে ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। মোসাদ্দেক শিকার করেন ৪ উইকেট, এ ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন রাকিবুল হাসান এবং রিপন মন্ডল।
মোহামেডানের হয়ে বল হাতে রীতিমত ছড়ি ঘুরিয়েছেন এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম। এই দুই বোলার মিলে শিকার করেন ৭ উইকেট। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভারেই ৫ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। দলের হয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় ৫৭ এবং মেহেদী হাসান মিরাজ করেন অপরাজিত ৬৭ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩ উইকেট সংগ্রহ করেন হাসান মাহমুদ।
আমার বার্তা/এল/এমই