তদন্তের মাঝেই সাবিনাদের পাল্টা বয়কটের ঘোষণা বাটলারের

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার

১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে কোনো অনুশীলন না করার পাশাপাশি, কোচ না পাল্টালে ফুটবল ছাড়ারও ঘোষণা দিয়েছেন। এর বিপরীতে  কঠোর হুঁশিয়ারি নিয়েছেন। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সোমবার রাতে বাফুফের বিশেষ কমিটির সামনে মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে পিটার বাটলার বলেন, কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।

১৮ জন নারী ফুটবলার কোচের বিপক্ষে নানা অভিযোগ এনেছেন। এর মধ্যে ১৬ জন সাফজয়ী দলের সদস্য। তাদের অভিযোগ বিশেষ কমিটির কাছে গুরুত্ব পাবে না, এমন আশা করে বাটলার বলেন, তারা মিসগাইডের শিকার। আমার বিশ্বাস তারা (বিশেষ কমিটি ) সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় তারা থাকবে নয়তো আমি, সমঝোতার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিদ্রোহী ফুটবলাররা সহানুভূতি কার্ড খেলছে, যার কোনো ভিত্তি নেই।

বিদ্রোহীদের মধ্যে কয়েকজন ফুটবলারকে আপনি বাদ চান বলে শোনা যাচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।


আমার বার্তা/এমই