তামিমের ফিফটিতে ঢাকাকে সহজেই হারাল বরিশাল
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
ফরচুন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি দূর এগোতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তানজিদ তামিমের ফিফটির পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় দেড়শর আগেই অলআউট হয় ঢাকা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। অধিনায়কের ফিফটিতে ২৪ বল হাতে রেখেই ঢাকাকে হারাল ফরচুনরা।
চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে ৬১ রান।
অফফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত আজও রান পেলেন না। ইনিংস উদ্বোধন করতে নেমে ৩ বলে ২ রানের বেশি করতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারে শান্তকে হারানোর পর দলের হাল ধরেন তামিম ইকবাল ও ডেভিড মালান। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে যোগ করেন ১১৭ রান।
৪৪ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৬১ রান করেন বরিশাল অধিনায়ক। আর মালান অপরাজিত থেকেছেন ৪৯ রানে। তাদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে আবারো বিপর্যয়ে পড়ে ঢাকা। ৪৮ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে এই ওপেনারকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি।
৩৯ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৬২ রান। তবে তানজিদ তামিম ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। তাতে দেড়শর আগেই থেমেছে ঢাকার ইনিংস।
আমার বার্তা/এমই