দুর্দান্ত লড়াই শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
ফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২১ রান, পাকিস্তানের প্রয়োজন ছিল ৭ উইকেট। রোমাঞ্চকর এক সমাপ্তির আভাস নিয়েই আজ সেঞ্চুরিয়নে শুরু হয় দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান চতুর্থ দিনের খেলা।
রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে শেষ হাসিটা হাসল দক্ষিণ আফ্রিকা। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা ৯৯ রানেই হারিয়ে ফেলে ৮ উইকেট। তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফেরা পেসার মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়েই দারুণ এক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন পাকিস্তানকে।
কিন্তু মার্কো ইয়ানসেনের সঙ্গে মিলে পাকিস্তানিদের সেই স্বপ্ন কেড়ে নিলেন পেস বোলার কাগিসো রাবাদা।
আব্বাসের করা ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলটাকে মার্কো ইয়ানসেন পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতেই ‘বিশ্বজয়ের’ উদ্যাপনে মাতল দক্ষিণ আফ্রিকানরা। প্রায় হেরে বসা ম্যাচে এমনভাবে জিতেই বিশ্ব জয়ের আরেকটু কাছের পৌঁছে গেল দলটি।
২ উইকেটের এই জয়েই যে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা।
শেষ চারটি মেরে যখন দলকে জেতালেন ইয়ানসেন, তাঁর নামের পাশে অপরাজিত ১৬ রান। ৫০ রানের নবম উইকেট জুটিতে সঙ্গী রাবাদার রান ২৬ বলে ৩১।
সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৩৭ রান করে পাকিস্তান।
১৪৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও ২ উইকেটের জয়ে ফাইনালে উঠে যায় দক্ষিণ আফ্রিকা।
আমার বার্তা/এমই