ম্যাচে কী হবে ৩-৪ ওভার আগেই বুঝতে পারেন লিটন: সালাউদ্দিন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে রান না পেলেও নেতৃত্ব গুণে প্রশংসা কুড়াচ্ছেন লিটন। অনেকেই লিটনকে দেখছেন স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবেও। আর এই অবস্থায় লিটন দাসের নেতৃত্বের প্রশংসা শোনা গেল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মুখে।
অধিনায়ক লিটনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ম্যাচে কী হবে তা ৩-৪ ওভার আগে থেকেই বুঝতে পারেন এই উইকেটকিপার ব্যাটার। যা তাকে ম্যাচ পরিকল্পনায় বাকিদের থেকে এগিয়ে রাখে।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর লিটনের নেতৃত্ব নিয়ে সালাউদ্দিন বলেন, অধিনায়কের কথা যদি বলেন অসাধারণ। গত বছর আমরাই হয়ত কুমিল্লাতে লিটনকে প্রথম অধিনায়ক বানিয়েছিলাম। এ নিয়ে আমাকে তখন অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি যখন কোন সিদ্ধান্ত নিই অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিই। কারণ একজন মানুষের চিন্তা-ভাবনা, খেলা সম্পর্কে ধারণা এবং খেলা সম্পর্কে কতটা দূরদর্শী এসব ভেবে আমি সিদ্ধান্ত নিই। আমার কাছে মনে হয়েছে সে অধিনায়ক হওয়ার মতো।
লিটনের অধিনাকত্ব গুণ নিয়ে সালাউদ্দিন বলেন, স্বাভাবিক যখন খেলা চলে তখন সে খেলার চেয়ে ৩-৪ ওভার আগে থাকে। একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ হচ্ছে খেলা থেকে আগে থাকা, সে বুঝতে পারে কিনা ঘটনা কি ঘটতে চলেছে, দুই ওভার পরে কি ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় এটা ওর ভালো গুণ। আপনারাই দেখেছেন আমরা স্বল্প পুঁজিতে দুইটা ম্যাচ বের করছি এবং আজকেও যদি ফিল্ড সেটআপ থেকে শুরু করে বোলারদের ব্যবহার করা। অধিনায়কত্বের জন্য তার অসাধারণ একটা গুন আছে।
লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভাল না হলেও তার টেকনিক্যাল কোনো সমস্যা দেখছেন না কোচ। সালাউদ্দিন বলেন, দেখুন, যেকোন ব্যাটারের খারাপ সময় আসতেই পারে। টেকনিক্যালি ওর খুব একটা সমস্যা নেই। আমার মনে হয় এটা থেকে সে খুব তাড়াতাড়ি বের হবে। সে আমাদের বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার যেকোন ফরম্যাটেই বলেন। এটা খুব বেশি চিন্তা করারও বিষয় না, আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত না।
সালাউদ্দিন আরও বলেন, ব্যাটিংটা নিয়ে আমি মনে করি ওতো চিন্তা করতে হবে না। কারণ যখন একজন ব্যাটার রান না করে সেটা খেলোয়াড়ের না যত খারাপ লাগে আমরা যারা সাথে কাজ করি তাদেরও অনেক খারাপ লাগে। এরকম খারাপ সময়ে মানসিকভাবে আর একটু রিল্যাক্স থাকলে ভালো খেলবে এবং এই সময় থেকে বেরিয়ে যাবে।
আমার বার্তা/এমই