মিরপুর স্টেডিয়াম থেকে শেষ হলো চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

আগামী বছর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ না হলেও ট্রফি ভ্রমণ শুরু হয়ে গেছে। যার অংশ হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশের এসেছে ‘চ্যাম্পিয়নস ট্রফি’। আর মিরপুরের হোম অব ক্রিকেট থেকে শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) তৃতীয় দিনে মিরপুরে আনা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। এদিন আইসিসির এই ট্রফি সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন বিসিবি পরিচালক, ক্রিকেটার এবং গণমাধ্যমকর্মীরা।

এ দিন চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে ছবি তুলতে গণমাধ্যমকর্মীদের ভিড় থাকলেও ছিলেন না কোনো সাবেক বা বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এনসিএল নিয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকায় আসতে পারেনি। কিন্তু নারী দলের খেলা না থাকলেও তাদের দেখা যায়নি মিরপুর।

তবে সদ্য এশিয়াকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার কালাম সিদ্দিকী এসেছিলেন তিনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ওপেনার বলেন, ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে খুব ভালো লাগছে। এটা জেতার স্বপ্ন দেখি আমরা সবাই।

এর আগের দিন (বৃহস্পতিবার) রাজধানীর বসুন্ধরা শপিংমলে রাখা হয়েছিল ট্রফি। যেখানে ছবি তোলার সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

এবার এই ট্রফির ফটোসেশন করার জন্য নির্ধারণ করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টকে। বুধবার (১১ ডিসেম্বর) সৈকতের সাগরপাড়ের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’ ফটোসেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে থাকবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।