শেষ ওভারে রান আউটের হ্যাটট্রিকে ১ রানের জয় খুলনার
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
রান বড় হয়নি খুলনার। এনামুল-সোহানরা সেট হলেও বড় ইনিংস খেলতে পারেননি। জবাবে নামা বরিশালও নাগালে পাওয়া লক্ষ্য ছুঁতে পারেনি। জয়ের জন্য শেষ তিন বলে মাত্র ২ রান দরকার ছিল বরিশালের। কিন্তু তিন ব্যাটারকে পরপর রান আউট করে ১ রানে জিতেছে খুলনা বিভাগ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে খুলনা বিভাগ। দলটির হয়ে ওপেনার এনামুল ১৮ বলে ২৪ রান করেন। জুনিয়র তামিম (৬) এদিন রান পাননি। ৬৪ রানে ৪ উইকেট হারানো দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন অধিনায়ক সোহান। তিনি ৩৯ রান করেন।
জবাবে আব্দুল মাজিদ বরিশালকে জয়ের আশা দেখাচ্ছিলেন। ওপেনিংয়ে নেমে তিনি ৫৩ বলে ৫১ রান করেন। কিন্তু পরের ব্যাটাররা রান পাননি। শেষটায় মঈন খান ২৭ বলে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে আশা দিচ্ছিলেন। কিন্তু তিনি স্ট্রাইক না পাওয়ায় হেরেছে বরিশাল।
শেষ ওভারে জিততে ৯ রান দরকার ছিল বরিশালের। প্রথম বলে লেগ বাই থেকে এক রান পায় দলটি। মঈন খান পরের বল থেকে সিঙ্গেল নেন। তৃতীয় বলে চার মেরে কামরুল ইসলাম রাব্বি দলকে জয়ের কাছে নেন। কিন্তু শেষ তিন বলে রাব্বি, তানভির ও রুয়েল রান আউট হয়েছেন। শেষ বলে নন স্ট্রাইক প্রান্তে দারুণ এক থ্রোতে রান আউট করেন সোহান। মধ্যে ওয়াইড থেকে ১ রান আসায় শেষ বলে জিততে ২ ও টাই করতে ১ রান দরকার ছিল বরিশালের।
এর আগে বল হাতে কামরুল রাব্বি ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। খুলনার নাহিদুল ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মেহেদী রানা ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
আমার বার্তা/এমই