ক্লাব বিশ্বকাপ
সহজ গ্রুপে মেসির মিয়ামি, মুখোমুখি নেইমার-ভিনিসিয়ুস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
ফিফা ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মিয়ামির অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক হয়েছিল বেশ। সেই আলোচনা আরও বাড়লো মেসির ক্লাব একেবারেই সহজ গ্রুপে পড়ায়।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হলো ক্লাব বিশ্বকাপের ড্র। যেখানে সাবেক ও বর্তমান সময়ের বড় ফুটবল তারকারা উপস্থিত ছিলেন। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ড্রয়ে মেসির ক্লাব মিয়ামি গ্রুপ ‘এ’তে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলিকে।
ফুটবলপ্রেমীদের আলাদা দৃষ্টি থাকবে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন ব্রাজিলের দুই সেরা তারকা নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। এই গ্রুপের অন্য দুটি দল হলো পাচুকা ও সালজবুর্গ।
আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হবে ক্লাব বিশ্বকাপের আসর। ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে।
ক্লাব বিশ্বকাপের গ্রুপিং
গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মিয়ামি।
গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।