টানা দুই জয়ে এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা। এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা দুই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নেপাল। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন কালাম সিদ্দিকি। ২ বল খেলে ডাক খাওয়া এই ওপেনার লেগ বিফোরের ফাঁদে পড়েছেন।

কালাম দ্রুত ফিরলেও আরেক ওপেনার জাওয়াদ আবরার এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনে নামা তামিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন জাওয়াদ। ৬৫ বল ৫৯ রান করে এই ওপেনারের ফিরলেও ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশ।

সেই ভিতে দাঁড়িয়ে আরো একবার দলকে সহজ জয় এনে দিলেন তামিম। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজ করেছেন অপরাজিত ফিফটি। মিডল অর্ডারে শিহাব জেমস-রিজন হোসেনরা দ্রুত ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করেছেন তামিম। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে নেপাল। দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারানো নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওপেনার আকাশ ত্রিপাঠি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ের চেষ্টা করলেও ৪৩ রানের বেশি করতে পারেননি।

তাছাড়া উত্তম মাগার ও আভিষেক তিওয়ারিরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ২৯ রানে। তাতে দেড়শ ছোঁয়ার আগেই অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন ও রিজন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন রাফি, তামিম ও সাদ।

 


আমার বার্তা/এমই