পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৩:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত-কোহলিদের পাকিস্তানে পাঠাবে না এই কথা আগেই জানিয়ে দিয়েছে ভারত। এদিকে পিসিবিও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ। এর মাঝেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আরেকটি টুর্নামেন্টকে নাম প্রত্যাহার করেছে ভারত।
আগামী ২৩ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি অংশগ্রহণের জন্য দলকে অনুমতি দেয় ভারত সরকার। দেশটির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব।
তিনি বলেন, এ বার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না দল। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ দৃষ্টিহীন ক্রিকেটারদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে ভারতকে।
শৈলেন্দ্র যাদব আরও বলেন, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ২৫ দিনের অনুমতি চেয়েছিলাম। কিন্তু প্রতিযোগিতার দিন কাছে চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম। তখন জানিয়েছে, অনুমতি দেওয়া হবে না। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে। মন্ত্রণালয়ের এই নির্দেশের পর আমরা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছি।
ভারতের আগে এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়েয় নিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অর্থাৎ, মোট চারটি দল বিশ্বকাপে খেলবে না। তবে ভারত অংশ না নিলেও দৃষ্টিহীনদের এই বিশ্বকাপ নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান।
দেশটির দৃষ্টিহীন ক্রিকেট বিভাগের নির্বাহী সৈয়দ সুলতান শাহ জানান, বাকি সব দেশ পাকিস্তানে বিশ্বকাপের জন্য আসছে। যদি একটা দল না আসে, তা আমাদের প্রস্তুতিতে বাঁধা দেবে না।