সিনিয়র সহকারী সচিবের নামে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হাত-পা ভেঙে দেয়ার হুমকি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৪:৪৩ | অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিবেদক:

দৈনিক আমার বার্তা পত্রিকায় সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানার ঘুষ দুর্নীতি অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন দৈনিক আমার বার্তা পত্রিকার স্টাব রিপোর্টার আনিছ মাহমুদ লিমন।
সংবাদ প্রকাশের পরই তাকে কল্লোল আলী বাবু মামা নামে এক ব্যক্তি +880 1622-790769 মোবাইল নাম্বার থেকে ফোন করে তাকে দেখা করতে বল্লে সাংবাদিক আনিছ মাহমুদ লিমন তাকে প্রশ্ন করে কোন বিষয়ে নিয়ে আপনার সাথে আমি দেখা করব আর আমি আপনাকে চিনিনা।
তখন হুমকিদাতা বলে তুই আগে আমার সাথে দেখা কর তারপর আমি তোকে আমাকে চিনাবো আমি কে তখন সাংবাদিক বলেন আমি অপরিচিত লোকের সাথে দেখা করি না কথাও বলি না তখন ওই হুমকিদাতা কল্লোল আলী বাবু সাংবাদিককে বলে তুই কেন আমার ভাবির নামে নিউজ করেছিস আমার ভাবী সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানা তুই এখন নিউজ ডিলিট করবি না হলে তোকে ধরে নিয়ে হাত পা ভেঙে জানে মেরে ফেলবো তুই যেখানেই থাকবি সেখান থেকে তোকে উঠিয়ে নিয়ে আসবো।
ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের সবাই আমার ছোট ভাই বেরাদার তাদেরকে আমি একটা ফোন করলে তারা তোকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবে আমার কাছে। অকথ্য বাসায় গালাগাল করে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডিতে আমার ছবি দিয়ে বিভিন্ন অসত্য ও মিথ্যা বানোয়াট কথা লিখে আমার সম্মান হানি করে। এ সকল বিষয়ে হুমকি দাদা কল্লোল আলী বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/এমই