মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর কল্যাণমূলক কর্মতৎপরতা

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০ | অনলাইন সংস্করণ

  কমল চৌধুরী:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি : ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নারী ও শিশুদের কল্যাণে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় শিশু দিবস অথবা বঙ্গবন্ধুর জন্মদিন এবং নানা কর্মসূচি মর্যাদার সাথে পালনসহ নারী ও শিশুদের কল্যাণে প্রয়োজনীয় কর্মতৎপরতা অব্যাহত রাখতে অঙ্গীকারাবদ্ধ।

জাতীয় সংসদের গাজীপুর-৪ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে  মহিলা ও শিশুদের কল্যাণে ব্যাপক ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের পর অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি ওআইসিভুক্ত রাষ্ট্রসমূহকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে টেকসই উন্নয়ন নীতি ও কৌশল গ্রহণের আহ্বান জানান। তিনি প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেয়ার পর মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কাজে ব্যাপকভাবে গতিসঞ্চার হয়েছে।

সিমিন হোসেন রিমি (জন্ম:  পৈত্রিক বাড়ি: দরদরিয়া, রায়েদ, কাপাসিয়া, গাজীপুর।) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ১৯৭ নং (গাজীপুর-৪) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। রিমি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সালের উপ নির্বাচনে, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘সংসদ সদস্য’ হিসাবে নির্বাচিত হন। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।

সিমিন হোসেন রিমি ১৯৬১ সালের ১৯ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার গাজীপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দা জোহরা তাজউদ্দীন-এর সন্তান। তার স্বামী মুশতাক হোসেন।

২০১২ সালের সেপ্টেম্বরে গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে সিমিন হোসেন রিমি নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়নে ১৯৭ (গাজীপুর-৪) নং আসন থেকে ২য় বারের মতো এমপি নির্বাচিত হন। ২০২২ সালের নভেম্বরে রিমিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। 

 

আমার বার্তা/এমই