আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকলে যে উপকার পাবেন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আল্লাহ তায়ালা বান্দাকে অগণিত দান করেন। আল্লাহর দান পেয়ে যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করেন, তিনি তার দান আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন—
وَ اِذۡ تَاَذَّنَ رَبُّكُمۡ لَئِنۡ شَكَرۡتُمۡ لَاَزِیۡدَنَّكُمۡ وَ لَئِنۡ كَفَرۡتُمۡ اِنَّ عَذَابِیۡ لَشَدِیۡدٌ
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’। (সুরা ইবরাহিম, আয়াত : ০৭)
অর্থাৎ, আল্লাহ তায়ালা বলেছেন, যদি তোমরা আমার নিয়ামতসমূহের কৃতজ্ঞতা প্রকাশ কর অর্থাৎ সেগুলোকে আমার অবাধ্যতায় ও অবৈধ কাজে ব্যয় না কর এবং নিজেদের কাজ-কামকে আমার ইচ্ছার অনুগামী করার চেষ্টা কর, তবে আমি এসব নেয়ামত আরও বাড়িয়ে দেব।
আল্লাহ তায়ালার পক্ষ থেকে নেয়ামত বাড়ানো নেয়ামতের পরিমাণেও হতে পারে এবং স্থায়িত্বেও হতে পারে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশের তওফিক পায়, সে কোন সময় নেয়ামতের বরকত ও বৃদ্ধি থেকে বঞ্চিত হয় না। (মাযহারী)
আল্লাহ আয়াতে আরও বলেছেন, যদি তোমরা আমার নিয়ামতসমূহের অকৃতজ্ঞতা কর, তবে আমার শাস্তিও ভয়ঙ্কর। অকৃতজ্ঞতার সারমর্ম হচ্ছে আল্লাহর নেয়ামতকে তার অবাধ্যতার এবং অবৈধ কাজে ব্যয় করা অথবা তার ফরজ ও ওয়াজিব পালনে অবহেলা করা। অকৃতজ্ঞতার কঠোর শাস্তিস্বরূপ দুনিয়াতেও নেয়ামত ছিনিয়ে নেওয়া যেতে পারে অথবা এমন বিপদ আসতে পারে যে, যেন নিয়ামত ভোগ করা সম্ভবপর না হয় এবং পরকালেও আজাবের মুখোমুখি হতে পারে।
আমার বার্তা/জেএইচ