বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আহমাদুল্লাহ ও আজহারীর শোক প্রকাশ
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৭:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
সোমবার (২১ জুলাই) ফেসবুকে শোকবার্তা প্রকাশ করেছেন তারা।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।
তিনি আরও লেখেন, দুর্ঘটনা স্থলে ভিড় করে উদ্ধার কাজে বিঘ্ন না ঘটানোর অনুরোধ করছি। আশে-পাশের হাসপাতালগুলোতে রক্তের প্রয়োজন হতে পারে। সবাই সহযোগিতার চেষ্টা করি।
মাওলানা ড. মিজানুর রহমান আজহারী মহান আল্লাহর কাছে দোয়া করে লিখেছেন, হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।
উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।
আমার বার্তা/এল/এমই