মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী আটক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। শুক্রবার (২৫ এপ্রিল) মালয়েশিয়ার নিলাই এলাকার দেশা পালমার আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং চার নারী, বাংলাদেশের সাতজন পুরুষ, মিয়ানমারের ১৪ জন পুরুষ, নেপালের চারজন পুরুষ, ভারতের ৮ জন পুরুষ এবং এক নারী, পাকিস্তানের ৫ জন পুরুষ, নাইজেরিয়ার দুইজন পুরুষ এবং ইয়েমেনের দুইজন পুরুষ রয়েছেন।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

 

আমার বার্তা/এল/এমই