গ্রিসে বাংলাদেশিদের বাসস্থান-স্বাস্থ্যসেবা উন্নয়ন বৈঠক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
গ্রিসের মানোলাদায় বসবাসকারী বাংলাদেশিদের বাসস্থান ও স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় ভাইস মেয়রের সঙ্গে বৈঠক করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গ্রিসে বসবাসকারী বাংলাদেশিদের একটি বিশাল অংশ মানোলাদা, লাপ্পা এলাকায় কৃষি খাতে নিয়োজিত। তাদের অক্লান্ত পরিশ্রম গ্রিসের কৃষি খাতে ব্যাপক ভূমিকা রাখছে, পাশাপাশি বাংলাদেশেও যাচ্ছে রেমিট্যান্স। কিন্তু সেখানে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন তারা। এমন পরিস্থিতিতে মানোলাদার ভাইস মেয়র স্কলাভেনিতিস গিওরগিওসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা ও দূতাবাসের প্রথম সচিব মিজ রাবেয়া বেগম।
এ সময় ভাইস মেয়র গ্রিসের কৃষি খাতে ও অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশি কর্মী বাড়ানোর পাশাপাশি তাদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নের আশ্বাস দেন।
এর আগে বাংলাদেশিদের কর্মস্থল ও বাসস্থান পরিদর্শন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
আমার বার্তা/এমই