নেপালে সার্ক গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রায়হান পারভেজ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
২৪ নভেম্বর নেপালের কাঠমুন্ডু কেএমসি অডিটোরিয়ামে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে বাংলাদেশের মুদ্রণ শিল্পে অসামান্য অবদানের জন্য দি গুডলাক প্রিন্টার্স এর সিইও মো. রায়হান পারভেজ-কে সার্ক গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ও নেপাল প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বাল কৃষ বাসনেট। সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ড. নটরাজ রায়।
এছাড়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বরেণ্য সাংবাদিক এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, প্রয়াত সাংবাদিক, চলচ্চিত্রকার ফজলুল হক(মরনোত্তর আজীবন সম্মাননা), ড.মো. সাদী-উজ-জামান (আজীবন সম্মাননা), অন্যান্য ক্ষেত্রে কনা রেজা, প্রফেসর ড. হামিদা খানম, আবদুর রহমান, রবিন খান, মুশফিকুর রহমান গুলজার,মোহাম্মদ ওমর ফারুক, লায়ন মো. মিজানুর রহমান, কে এম শরীফ ইমতিয়াজ, শাহ মহিউদ্দিন শাহিন, মাহাবুবুর রহমান চঞ্চল, এএনজি টেম্পা শেরপা (নেপাল)।
অনুষ্ঠান শেষে প্রয়াত চলচ্চিত্রকার প্রয়াত ফজলুল হক এর ডকুমেন্টারি প্রদর্শনী ও নৈশভোজের আয়োজন করা হয়।