নেপালে সম্মাননা পেলেন স্বপ্নীল চৌধুরী সোহাগ

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২২:৪৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

মর্যাদাপূর্ণ নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ এ সম্মাননা পেয়েছেন স্বপ্নীল চৌধুরী সোহাগ। ব্লু-ড্রিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ ব্যবসায় অসামান্য অবদানের জন্য কাঠমুন্ডু থেকে।

এর আয়োজক প্রতিষ্ঠান নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (এনবিএফএ)।

ব্যবসায় আপনার অবদান এবং ব্যতিক্রমী অর্জনগুলো উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। আমরা আপনার কৃতিত্বকে সম্মান করতে পেরে আনন্দিত।

পর্যটন উন্নয়ন, ব্যবসা প্রমোট প্রোগ্রাম চিন্তার সঙ্গে একটি আলোকিত অনুষ্ঠান হবে নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবে আলোচনা, মূল্যবান নেটওয়ার্কিং সুযোগ। যেখানে ব্যবসায়ী পরিধি বৃদ্ধি এবং সহযোগিতা, নেপাল এবং বাংলাদেশ উভয়ের পর্যটন নিয়ে ব্যবসায়িক সম্প্রদায় আলোচনা করবে।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের মহিলা-শিশু ও প্রবীণ নাগরিক মন্ত্রণালয়ের মন্ত্রী ভগবতী চৌধুরী ।
বিশেষ অতিথি ছিলেন দেশটির শ্রম, কর্মসংস্থান ও সমাজ মন্ত্রণালয়ের মন্ত্রী দোল প্রসাদ আরিয়াল, নিরাপত্তা নেপালের প্রতিনিধি পরিষদের সদস্য ডাঃ নারায়ণ খাদকা, ডাঃ ভোলা রিজাল ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহন বাহাদুর বাসনেট।


আমার বার্তা/এমই