টরেন্টোতে কমরেড রনো স্মরণে নাগরিক স্মরণসভা

প্রকাশ : ১০ জুন ২০২৪, ১২:১৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক ও লেখক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর নাগরিক স্মরণসভায় অনুষ্ঠিত হয়েছে।

কানাডার স্থানীয় সময় (৯ জুন) সন্ধ্যা ৬ টায় টরেন্টোর হোপ চার্চ মিলনায়তনে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা আয়োজিত নাগরিক স্মরণসভায় কমিউনিটির বিশিষ্ট নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদসহ অনেকেই বক্তব্য রাখেন।

পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরও বক্তব্য রাখেন- পিডিআই নেতা মাহবুব আলম, বিদ্যুৎ রঞ্জন দে, আজিজুল মালিক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, কমরেড রনোর বন্ধু ওয়াহিদ আসগর, কবি দেলোয়ার এলাহি, ড. জসিমউদদীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী মিলন, উদীচী কানাডার সভাপতি সুভাস দাস, টরেন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, বাংলাদেশ থেকে আগত জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাবেক ছাত্রমৈত্রী নেতা বেনজির আহমেদ।

স্মরণসভা পরিচালনা করেন পিডিআই কানাডার সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন। এতে বক্তব্য রাখেন কমরেড রনোর একমাত্র কন্যা রানা সুলতানা। তিনি এই স্মরণসভা আয়োজন করায় পিডিআইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে শোক সংগীত পরিবেশনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সদস্যরা। পিডিআই সহ-সভাপতি স্বপন বিশ্বাসের শোক প্রস্তাবের পর কমরেড রনোর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

কমরেড রনোর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী সাজাহান কামাল এবং আসিফ চৌধুরী। কবিতা আবৃত্তি করেন, অরুনা হায়দার। 

অনুষ্ঠানের শেষ পর্বে আহমেদ হোসেনের নেতৃত্বে আবৃত্তি সংগঠন অন্যস্বর দলীয় পরিবেশনা শাণিত হোক মোদের বিপ্লবী চেতনা-কমরেড তোমাকে স্মরি পরিবেশিত হয়। সবশেষে উদীচী কানাডা সংসদ ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্র‍য়াত কমরেড হায়দার আকবর খান রনোকে।


আমার বার্তা/এমই