ডাকসু নির্বাচনের ভোট ম্যানুয়ালি গণনার দাবি উমামা ফাতেমার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে পরাজিত প্রার্থী উমামা ফাতেমা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে ভোটের ম্যানুয়াল পুনঃগণনার আবেদন জমা দেন।
আবেদনে উমামা উল্লেখ করেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের ভোটার তালিকার কপি সরবরাহ, ওএমআর মেশিনের পরিবর্তে হাতে কলমে ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানাচ্ছি।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফলে উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট পান। নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। ভোটের দিনই উমামা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
আমার বার্তা/এমই