দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে চবির সাবেক শিক্ষার্থীদের: ডা. তাহের
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীদের দেশ গঠনে গুরত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে সমমনা চবিয়ানের উদ্যোগে আয়োজিত ‘চবিয়ান মিলন মেলায়’ প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান ও বিজ্ঞান গবেষণায় দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে এক ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে হবে।
উদ্বোধনী বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, অনেক ঐতিহ্য ও গৌরবের স্মৃতি বিজড়িত আমাদের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের রানি খ্যাত এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আমাদের অহংকার। দেশে ও বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ছড়িয়ে আছে এবং নিজ-নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, সাবেক ছাত্ররা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বর্তমান ছাত্রদের উন্নয়নে অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, সাবেক চবিয়ানদের এই আয়োজনে আমরা আবেগে আপ্লুত। আমাদের আয়োজন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করবে।
এ মিলন মেলায় বক্তব্য রাখেন– ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন, সাবেক চাকসু এজিএস মহিউদ্দিন ফারুক, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. আব্দুল মান্নান, বায়োফার্মা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা, দৈনিক নয়াদিগন্তের নির্বাহী পরিচালক মাসুমুর রহমান খলিলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সভাপতি ও সেক্রেটারিরা।