নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নির্বাচনের রোডম্যাপ যথাযথ সময়ে ঘোষণা করা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘোষিত এই রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে আসন্ন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা।
এছাড়াও সরকারের দিক থেকেও একই রকম নির্দেশনা ছিল বলে জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে ইসি’র।
এতে বলা হয়, নির্বাচনী আসনগুলোর চুড়ান্ত সীমানা ঘোষণা হবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এছাড়াও সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হবে নির্বাচন বিষয়ক অংশীজনদের সঙ্গে সংলাপ। এটি শেষ হতে সময় লাগবে অন্তত দেড় মাস।
আমার বার্তা/এমই