নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৮:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নির্বাচন কমিশনের (ইসির) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বনানীর একটি হোটেলে ইসির নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে।

দেশের জনগণ নির্বাচনমুখি হচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় ধরনের অগ্রগতি আসবে, এ প্রত্যাশা করি। কারণ নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে।


আমার বার্তা/এমই