আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রায় ৩০০ ছাত্রকে নিয়ে দোয়া মাহফিল শেষে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, আমির হোসেন, কাউছার আহমেদ, আতাউর রহমান, রকিব হাসান, করিম রহমান, ইমরান ফারুক, শাহ আলম, মামুন ভূঁইয়া, মির্জা মুন্না, মিঠুন, সানাউল্লাহ, শাহ আলমসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই