নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে: মঈন খান

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সেটা যে মাসেই নির্বাচনের সময় দিক না কেন, তা নিয়ে এত ভাবনার কারণ নাই।

পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি আরও বলেন, পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে, একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে তা সংগতিপূর্ণ হবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়, তাই পিআর পদ্ধতি এখানে কার্যকর করা যাবে কিনা, তা নিয়ে ভাবতে হবে।


আমার বার্তা/এমই