জুলাই শহীদদের স্মরণসভায় অনুপস্থিত উপদেষ্টারা, ক্ষোভ রাশেদ খানের
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৯:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সম্মানে স্মরণসভার আয়োজন করেছে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’। সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম লেখা থাকলেও তিনি সশরীর উপস্থিত হননি। অন্য উপদেষ্টাদের জন্য আসন সংরক্ষিত রাখা হলেও কোনো উপদেষ্টা সভায় আসেননি। এ নিয়ে আজ শনিবার (২৬ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সভায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
সভায় মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করে বলেন, সভার প্রথম সারির আসনগুলো উপদেষ্টাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অথচ একজন উপদেষ্টাও সেখানে উপস্থিত হননি। তিনি বলেন, ‘খুব দুঃখ লাগছে। কষ্ট লাগছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও এখানে উপস্থিত হয় নাই। এইটা শহীদ পরিবারের সাথে তামাশা। কেন আসে নাই, কী কারণে আসে নাই, তাদের কাজটা কী। এই শহীদ মায়ের কথা, শহীদ বাবার কথা শুনতে কি কষ্ট লাগে?’
যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন, সেখানে প্রধান উপদেষ্টা কেন এলেন না, এমন প্রশ্ন রেখে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা না এসে শহীদ পরিবারের সঙ্গে অন্যায় করেছেন।
সভায় জুলাই বিপ্লবে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, যারা দেখে নাই চোখের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা বিগত ১৫ বছরের লড়াইয়ে কখনো রাজপথে নামেনি, তাদের নিয়ে সরকার গঠিত হয়েছে।
স্মরণসভার জন্য দুই মাস ধরে প্রত্যেক উপদেষ্টার কাছে গিয়েছিলেন উল্লেখ করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বলেন, ‘তাঁরা যদি না–ই আসবেন, না করে দিতেন। কেন তাঁরা মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন।’ অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেও উপদেষ্টারা উপস্থিত হওয়ার আশ্বাস দিয়েছিলেন জানিয়ে তিনি ধিক্কার জানান। এ সময় শহীদ পরিবারের অনেক সদস্যকে সভা ছেড়ে চলে যেতে দেখা যায়।
আমার বার্তা/এমই