যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই মঙ্গল: ফখরুল

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে ওঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।

বুধবার (০৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে যান মির্জা ফখরুল। তাঁদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটি মহলের বিরোধিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে, সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি গণতন্ত্রের জন্য কেউ করে থাকে, সেটা বিএনপি। বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র। দেশটাকে সবাই মিলে বাঁচাতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে, দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত সেটাকে ওঠানো যাবে, ততই মঙ্গল।

মির্জা ফখরুল বলেন, ‘যাঁরা মনে করেন যে নির্বাচনের প্রয়োজন নেই, আমার মনে হয় তাঁরা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। একটা নির্বাচিত সরকার দরকার, যে সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সে কারণেই আমরা সংস্কারের কথা বলেছি এবং সেই সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি। সুতরাং সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, দুটি একসঙ্গে চলবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা সব সময় মনে করি, যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে, আওয়ামী লীগ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন, তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত।’
শুধু শেখ হাসিনা নয়, আ. লীগের প্রতিটি ব্যক্তির বিচার হওয়া দরকার: মির্জা ফখরুলশুধু শেখ হাসিনা নয়, আ. লীগের প্রতিটি ব্যক্তির বিচার হওয়া দরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে, আমি মনে করি, দ্য রেসপন্সিবল ফর দ্য কিলিং অব দ্য থাউজেন্ডস অব পিপল। তাঁর বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তাঁর এবং তাঁর সঙ্গে যাঁরা গণহত্যা ও এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত, তাঁদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসেবে তাঁদের দল যদি আইনের আওতায় আসে, তাহলে দলগতভাবেও তাঁদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি।’

একই দিনে দুপুরে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে যান মির্জা ফখরুল। তাঁর শারীরিক পরিস্থিতি ‘ভালো নয়’ জানিয়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের কাছে আমার আহ্বান, এ রকম একজন গুণী শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তাঁর চিকিৎসার জন্য স্পেশাল বোর্ড গঠন করা উচিত এবং আমি আহ্বান জানাব, অবিলম্বে বোর্ড গঠন করে তাঁর সর্বোচ্চ চিকিৎসা করা হোক। প্রয়োজনে বিদেশে দরকার হলে তাঁর ব্যবস্থা করতে হবে, এটা জাতি চায়।’


আমার বার্তা/এমই