ছোট ছোট হাসিনা হয়ে উঠলে পরিণতি ভয়াবহ হবে : আবু হানিফ
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৩:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিপ্লবের ইজারাদাররা, বিপ্লবকে জয় বাংলা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ।
তিনি বলেছেন, আওয়ামী লীগের আর্থিক চ্যানেল নিজেরা ব্যবহার করে নিজেদের আখের গুছাচ্ছে। জনগণকে বোকা মনে করেন না, জনগণ সময়মতো খেলে দেবে। আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উইঠেন না, তাহলে পরিণতি ভয়াবহ হবে।
শনিবার রাত ১১টার দিকে একটি নিউজের ফটোপোস্ট শেয়ার করে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন আবু হানিফ।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেছে। কেবল দেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। আর কোনো পরিবর্তন হয় নাই। বরং আগে হাসিনা ছিল একজন, এখন ছোট ছোট হাসিনা হয়ে উঠতেছে। মনে রাখা উচিত এই বাঙালি জুতা এবং ফুলের মালা একসঙ্গে রাখে জাস্ট সময় বুঝে ব্যবহার করে। সুতরাং আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উইঠেন না, তাহলে পরিণতি আপনাদেরও ভয়াবহ হবে।’
আমার বার্তা/এল/এমই