চামড়া শিল্প উদ্ধারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১০:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, চামড়া শিল্প উদ্ধারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী। বৈদেশিক মুদ্রা আহরণ চামড়া একটি গুরুত্বপূর্ণ পণ্য।
বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫ টায় রাজধানীর তুরাগের রানাভোলাস্থ কাউন্সিলর অফিস সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ তুরাগ থানা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসউদ বলেন, চামড়া শিল্প বাংলাদেশের একটি প্রধান শিল্প এবং বাংলাদেশ সরকার এটিকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে। কর্মসংস্থান সৃষ্টিতেও এই শিল্পের ভূমিকা রয়েছে। কিন্তু বিগত পতিত সরকার প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনায় বৃহৎ এই শিল্পকে প্রায় ধ্বংস করে গেছে। বর্তমান সরকারের কাজ হলো দেশের চামড়া শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে চামরাখাতকে রাহুমুক্ত করা। এই শিল্পকে পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সরকারি নীতিমালা প্রণয়ন করা। প্রয়োজনে বৃহৎ এই শিল্পকে রক্ষায় চামড়া বোর্ড গঠন করা।
ট্যানারি মালিকদের কিছু ব্যাংক লোন দিয়ে ঈদের আগের দিন চামড়ার মূল্য নির্ধারণ করা-ই সরকারের কাজ নয়। বরং বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজারের আকার প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। ভবিষ্যতে তা ১০০০ বিলিয়ন করার সম্ভাবনা রয়েছে। যার ৩০ শতাংশ দখল করে আছে চীন। সেই বাজারে বাংলাদেশের সন্তোষজনক অংশগ্রহণ নিশ্চিত করা। চামড়া শিল্পকে ভঙ্গুর দশায় নিয়ে যেতে সিন্ডিকেট করে যারা কারসাজি করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা।
থানা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, ডাক্তার মুহা. আখতারুজ্জামান, হায়দার আলী, আবু তাহের মোঃ আশরাফ আলী, মুফতি হাবিবুল্লাহ কাসেমী, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
আমার বার্তা/এমই