সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে নেওয়ার পক্ষে এনসিপি

প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা প্রধান সংসদে থাকা বিরোধী দল থেকে বানানোর পক্ষে মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের মৌলিক সংস্কারের ইস্যুতে বৈঠকে এই মতামত দেয় দলটি। এদিন দুপুরে বৈঠকের মধ্যবর্তী বিরতিতে সাংবাদিকদের এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, সংসদে যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে সেগুলোর স্থায়ী কমিটির প্রধান হিসেবে বিরোধীদল থেকে থাকতে হবে। যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে স্থায়ী কমিটির প্রধান যেন বিরোধীদল থেকে হয় সে বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা এবং দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার এ দুটোর পক্ষে আমরা অবস্থান নিয়েছি। আমরা প্রস্তাব করেছি, অর্থবিল এবং অনাস্থা ভোট বাদে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এর আওতা কি কি কাজ করতে পারে, কি ধরনের বিচারিক ক্ষমতা থাকবে এগুলো নিয়ে আলোচনা এসেছে। নির্বাচন কমিশনের জবাবদিহিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি এক্ষেত্রে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত করতে পারবে।

এছাড়া বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে সদস্যসচিব ছাড়াও আছেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে সঞ্চালনা করেন। এর আগে গত ১৯ এপ্রিল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিল দলটি। দেশের মৌলিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে ঐকমত্য কমিশন।


আমার বার্তা/এমই