তিস্তা নিয়ে রাজনীতি নয়, জনদুর্ভোগ লাঘব চায় বিএনপি: তারেক রহমান

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ২০:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তিস্তা নদী নিয়ে রাজনীতি নয়, জনগণের দুর্ভোগ লাঘবই বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “তিস্তা নিয়ে আমরা এমন পদক্ষেপ নিতে চাই, যাতে মানুষের দুঃখ-কষ্ট দূর হয়। নদীটি ঘিরে তিন কোটি মানুষের জীবনে প্রভাব পড়ে। আগামীতে সরকার গঠন করতে পারলে খাল খনন কর্মসূচি যেকোনো মূল্যে শুরু করব।”

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।

প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলাকে বাধ্যতামূলক করার উপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, “শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলায় বাধ্যতামূলক অংশগ্রহণ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম শিশুদের পরিপূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”

বাংলাদেশের অঞ্চলভিত্তিক সংস্কৃতি ও কৃষ্টিকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “লালমনিরহাট, কুড়িগ্রাম, চট্টগ্রাম কিংবা কুষ্টিয়া—প্রতিটি অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে। এই বৈচিত্র্যই আমাদের গর্ব। বিএনপি সরকারে থাকাকালে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির প্রসারে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বহু সংস্কৃতি কর্মী অবহেলিত থেকেছেন, চিকিৎসার অভাবে দুর্বিষহ জীবন পার করেছেন। খালেদা জিয়ার সময় যেভাবে তাদের সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতে সেভাবে সাংস্কৃতিক অঙ্গনের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এসব দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল। কর্মশালায় জেলার পাঁচ উপজেলার প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা মনে করেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

এর আগে কর্মশালার প্রথম অধিবেশনে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “৩১ দফাই হলো একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগণের রূপরেখা। পার্শ্ববর্তী দেশের একচেটিয়া হস্তক্ষেপও এই আন্দোলনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে।”


আমার বার্তা/এমই