গাজায় গণহত্যার মদত দিচ্ছে ইন্দো-মার্কিন বাহিনী: সালাহউদ্দিন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বক্তৃতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিচ্ছে ইন্দো-মার্কিন বাহিনী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা আজ আপন দেশেই ফিলিস্তিনিদেরকে পরবাসী বানাচ্ছে। অথচ এই গণহত্যার বিরুদ্ধে আজ সারা বিশ্ব, বিশ্বের সকল পরাশক্তি নির্বিকার।

তিনি বলেন, সারা পৃথিবীতে মুসলিম মোড়লদের আমরা আহ্বান জানাই— আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চ করবেন এবং আপনারা ব্যবস্থা নেবেন। ইসরায়েলকে যারা অস্ত্র সহযোগিতা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলকে যেন কোনও মারণাস্ত্র না দেওয়া হয়। বিশ্বের সবচাইতে নির্যাতিত এই এলাকায় যেন আর কোনও গণহত্যা চালানো না হয়।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের পাসপোর্টে যে ইসরায়েল ব্যতীত কথাটি লেখা ছিল সেটি  মুছে দিয়েছিল। তারমানে দাঁড়ায়— তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। অথচ তারা মুসলমানদের পক্ষে মায়া কান্না ও কাঁদতো। ইসরায়েল থেকে আড়িপাতা যন্ত্র পেগাসাস ক্রয় করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার।

বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এসময় তারা নানা স্লোগান দেন।


আমার বার্তা/এমই