আওয়ামী লীগকে পুনর্বাসন করার আগে ভেবে দেখুন: আলাল

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৪০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, এটা করার আগে আপনারা অনেকবার দয়া করে ভাবুন।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিবস উপলক্ষ্যে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, গতকাল (রোববার) এবং আজ একটা খবর দেখলাম পত্রিকায় ফেব্রুয়ারির মাঝামাঝি একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যারা নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই। তাদের সহযোগিতার প্রয়োজনীয়তা দেখা দিলে যোগাযোগ করার অনুরোধ করছি। তবে একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, এটা করার আগে আপনারা অনেকবার দয়া করে ভাবুন। অনেকবার আপনাদেরকে ভাবতে হবে।

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান– উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, শেখ মুজিব আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে বাকশাল নাম দিয়েছিল। জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেছিলেন। ওই আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে প্রতিদান দিয়েছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন, বিনিময়ে তিনি নিহত হয়েছেন।

তিনি বলেন, এরপরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। এরপরে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জামায়াত তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তার প্রতিদান হিসেবে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর শীর্ষ ১২ নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে।

একসময় বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে উল্লেখ করে আলাল বলেন, আওয়ামী লীগ তার প্রতিদান হিসেবে ৫২ জন সেনা অফিসারসহ প্রায় ১০০ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন তারা অতীতের এ উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন। কারণ আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না। আওয়ামী লীগের নামের সঙ্গে সাধারণ মানুষের দরদ যায় না, বহুদল, বহুমত এই স্লোগানের সঙ্গে তাদের চরিত্র মেলে না। আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিস্ট, হত্যাকারী, নির্যাতনকারী, লুটপাটকারী একটা রাজনৈতিক দল।


আমার বার্তা/এমই