বিএনপি দেশ এবং জনগণের রাজনীতি করে: আব্দুর সালাম

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে গত ১৫ বছরে ভারতের সাথে কি চুক্তি হয়েছে জাতির কাছে প্রকাশ করা ও রাষ্ট্রবিরোধী সকল চুক্তি বাতিল আওয়ামী লীগ মনোনীত সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্যের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম  এ কথা বলেন  দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া জাতীয়  ঐক্য ডাক দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেই সংলাপে ও ঐক্য ডাকে আওয়ামী লীগ কখনো সাড়া দেয় না রাজনীতি দলগুলাকে একসাথে ডাকে না আওয়ামী লীগ জোর করে ভারতের ক্ষমতা বলে ক্ষমতা থাকার চেষ্টা করেছিল  কিন্তু বিএনপি কখনো জোর করে ক্ষমতা যার বিশ্বাস করে না তাই এখনো আমরা চাই জনগণ ঠিক করবে কাকে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে ভয় পাওয়ার কি আছে রাজনীতিবিদরা কখনো ভুল করতে পারে কিন্তু দেশের জনগণ কখনো ভুল করে না ১৯৭০ সাল থেকে ১৯৯১ সালে জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবারও জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে  গত ১৫ বছর আওয়ামী লীগ বলতো নির্বাচন দিলে বিএনপির ক্ষমতা আসবে বলতো বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টারা সেই সুরে কথা বলছে  বলেন নির্বাচন কি বিএনপিকে ক্ষমতা আসার জন্যে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়ার  রাজনীতি করে না বিএনপির দেশের জন্য  ও জনগণের জন্য রাজনীতি করে গত হাসিনা সরকার এই দেশটাকে আরো সমস্যায় ফেলে দিয়েছে  সবকিছু শেষ করে দিয়েছে সবকিছু দলীয়করণ করেছে অর্থনৈতিক শেষ করেছে পররাষ্ট্রনীতি ধ্বংস করেছে  শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে  এমন কোন সেক্টর নাই বিচার  বিভাগ কে শেষ করে দিয়েছে ইচ্ছা করলেই এই কয়েকজন উপদেষ্টা সবকিছু ঠিক করে  বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এটা কোন রকমের সম্ভব না  তাই এই সরকারের দায়িত্ব হবে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে  জনগণ যাকে ক্ষমতা পাঠায় সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা  

ছাত্র জনতার নাগরিক ঐক্যে পরিষদের আহ্বায়ক খলিলুর রহমানের সভাপতিতে অনুষ্ঠান পরিচালনা করেন  যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ   আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে লেবার পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল  ইসলাম উপস্থিত  ছিলেন ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদের যুগ্ন আহবায় আলাউদ্দিন আলী যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সদস্য নোমান সদস্য জামাল হোসেন  সহ সংগঠনের  নেতৃবৃন্দ।


আমার বার্তা/জেএইচ