ঢাকায় বিএনপির র্যালি দুপুরে, ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আজ র্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। দলীয় সূত্র জানায়, র্যালিতে ১০ লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, দলটির দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী মঞ্চ নির্মাণ তদারকি করছেন।
তিনি জাগো নিউজকে বলেন, স্মরণকালের ঐতিহাসিক র্যালি হবে এটি। আমাদের আগের কর্মসূচিগুলোতে নানা প্রতিবন্ধকতা থাকতো, যে কারণে নেতাকর্মীরা নির্বিঘ্নে তাতে যোগ দিতে পারতেন না। এবার সেই পরিস্থিতি নেই। আশা করছি, র্যালিতে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করবে।
আমার বার্তা/জেএইচ