পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের সাক্ষাৎ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্সে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।
সেখানে লেখা হয়, বিএনপির আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজকে সাক্ষাৎ করেছেন কিন্তু তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।
আমার বার্তা/এমই