কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র: জ্যাকবসন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ট্রেসি অ্যান জ্যাকবসন

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়। দেশটি বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু চায়।

সোমবার (১ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন দূতাবাস বা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে নয়। তারা চায় বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক।  

এর আগে ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে দূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে ওপরে সিইসির দপ্তরে নিয়ে আসেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।  


আমার বার্তা/এমই