সবার সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়: ডিএনসিসি প্রশাসক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৯:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, শহরের সব শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত স্পোগোমি (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা) কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, আমরা কমিউনিটি পার্টিসিপেশনের (শহরের সাধারণ মানুষের অংশগ্রহণের) মাধ্যমে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই। সব শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় ৭০টি দলের হয়ে ২১০ জন প্রতিযোগী অংশ নেন। তারা ১ ঘণ্টা ধরে উত্তরা সেক্টর-১৮ এলাকায় ঘুরে ময়লা সংগ্রহ করেন এবং পরের ২০ মিনিটে ময়লাগুলো আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 

ক্যাটাগরি অনুযায়ী আবর্জনার ওজনের ভিত্তিতে প্রতিযোগিতার পয়েন্ট নির্ধারণ করা হয়। যেমন– সিগারেটের প্যাকেট প্রতি কেজিতে ৩,০০০ পয়েন্ট এবং সিঙ্গেল-ইউজ পলিথিন প্রতি কেজিতে ১০ পয়েন্ট ধরা হয়।

ফাইনালে অংশ নেওয়া ৭০ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে টিম ইকো ফাইটার্স। এর সদস্যরা হলেন- মো. ইমরান হোসেন, মো. জুবায়ের শেখ এবং মো. তানভীর। তারা তিন জনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। 

বিজয়ী দলের ওই ৩ সদস্য আগামী অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ‘২য় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫’ এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।


আমার বার্তা/এমই